সাদিয়া আফরোজ মীম
সাদিয়া আফরোজ মীম
জন্ম : 8th November
Followers : 57

বায়োগ্রাফি : জন্ম ৮ নভেম্বর, ২০০১ পৈতৃক নিবাস গাইবান্ধার গোবিন্দগঞ্জে। বেড়ে ওঠা বগুড়ায়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন বগুড়াতেই। স্নাতক সম্পন্ন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে। স্নাতকোত্তর শেষ হওয়ার দোরগোড়ায়। ছোটবেলা থেকেই বই পড়তে খুব ভালোবাসেন। বই, সাহিত্যের প্রতি অনুরাগ থেকেই ২০১৯ সালে লেখালেখির জগতে প্রবেশ করা। ফেসবুক ছিল লেখালেখির প্রথম প্লাটফর্ম। প্রথম উপন্যাসের বই "ছেঁড়াপাতার ডায়েরি" প্রকাশিত হয় ২০২০ এ। এরপর একে একে তিনটি যৌথ সংকলন প্রকাশিত হয়। ২০২৫ সাথে প্রকাশিত হয় দ্বিতীয় একক, প্রবন্ধ "বারাকাহ-দ্য সিক্রেট অব সাকসেস" বইটি। লেখালেখি করতে ভীষণ ভালোবাসেন। লিখতে না পারলেই কষ্ট অনুভব করেন। তাই সবসময় কলমকে শাণিত করতে চান। তিনি চান তার লেখনীই তার পরিচয় হোক।