নাজমুল ফয়সাল
নাজমুল ফয়সাল
জন্ম : 24th March
Followers : 3

বায়োগ্রাফি : নাজমুল ফয়সালের বেড়ে ওঠা ঢাকায়। একটি প্রাইভেট মেডিক্যাল কলেজ থেকে ইতি মধ্যেই পড়াশোনা শেষ করেছেন৷ লেখালিখির বাইরে তিনি ঘুরতে ভালোবাসেন। অবসর সময়ে সব ধরনের বই পড়তে পছন্দ করেন। তার কাছে মনে হয় একটা ভালো বই ওটাই যা নিজের কাছে সুখপাঠ্য। ২০২৩ সালে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘প্রস্থান’ কিন্ত ২০২৪ সালে ‘ডিসঅর্ডার’ এবং ২০২৫ সালে ‘মেঘেরা জোছনায় উঁকি দেয়’ দুইটি মেডিক্যাল থ্রিলার লিখেছেন।