হুমায়ুন কবির
হুমায়ুন কবির
Followers : 1

বায়োগ্রাফি : ১৯৫৮ সালে বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণকারী এই লেখকের শৈশব কেটেছে পিতার কর্মস্থল সূত্রে বিভিন্ন জায়গা ঘুরে। পারিবারিক এবং সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠায় বরাবরই সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগী। পরবর্তীতে ছাত্রজীবনে নাটক, আবৃত্তি ও লেখালেখির সঙ্গে জড়িত হয়ে এ আগুনে হাত পোড়ানোর সূত্রপাত। পড়া এবং লেখালেখির সঙ্গে গভীর সম্পর্ক থাকলেও একসময় জীবন তাকে একটি ভিন্ন পথে নিয়ে যায়। শিক্ষা এবং কর্মজীবন দিকে মনোনিবেশ করতে হয় জীবনের তাগিদে। বিগত তিরিশ বছরেরও বেশি সময় লেখালেখি থেকে দূরে থাকলেও লেখালেখির প্রতি তাঁর ভালোবাসা কখনো ম্লান হয়নি। তাইতো কয়েক দশকের বিচ্ছিন্নতার পর আবার ফিরে এসেছেন তার প্রিয় প্রাঙ্গণে। প্রকাশ করেছেন একটা বই “আমাদের গল্প” যেখানে তিনি তার অতীন্দ্রিয় অনুভূতি ও বহু অন্তরঙ্গ স্মৃতিজড়িত জীবনের সারমর্মকে ধরে রেখেছেন তাঁর লেখায়। তিনি পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি বসবাস করেন আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে, ডালাস শহরে। নিজ কনসালটিং ব্যবসার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড সম্পৃক্ত রয়েছেন।