0
বায়োগ্রাফি : কবি ও কথাসাহিত্যিক রফিকুল নাজিম ১৯৮৬ সালের ১১ ডিসেম্বর নরসিংদী জেলার পলাশ উপজেলায় জন্মগ্রহণ করেন। গ্রামীণ আবহে শীতলক্ষ্যার নীলাভ জলে কেটেছে কবি'র দুরন্ত ছেলেবেলা। কৈশোর থেকে কবি লেখালেখি করছেন। শিশুতোষ ছড়া, কবিতা ও গল্প নিয়মিত লিখে যাচ্ছেন তিনি। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে তাঁর লেখা। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহঃ ১. খড়ের মানুষ (কাব্যগ্রন্থ) ২. সুইসাইড নোট প্রেমপত্র হোক (কাব্যগ্রন্থ) ৩. জলফড়িংয়ের দেশে (শিশুতোষ ছড়া) ৪. হাসির ময়নাতদন্ত (কাব্যগ্রন্থ)