সুস্ময় সুমন
সুস্ময় সুমন
Followers : 21

বায়োগ্রাফি : সুস্ময় সুমন জন্মগ্রহণ করেছেন চোদ্দ আগস্ট, চুয়াড়াঙ্গা জেলার আলমডাঙ্গায়। বাবার ব্যবসার কারণে দীর্ঘদিন কাটিয়েছেন চট্টগ্রামে। সেখনে এ জি চার্চ ও সেন্ট মেরি’জ স্কুলে প্রাথমিক শিক্ষাগ্রহণ, পরে কলকাতা থেকে স্নাতকোত্তর হন। চাকরি পছন্দ নয়, তাই জীবিকার তাগিয়ে অনেক কিছু করেছেন। কখনো প্রাইভেট টিউশনি, কখনো স্রেফ গল্প-উপন্যাস লিখে জীবিকা নির্বাহের চেষ্টা। বর্তমানে পেশা টেলিভিশন ফিকশন নির্মাণ। বেশ কিছু চিত্রনাট্য লিখেছেন, পরিচালনা করেছেন নাটক ও টেলিফিল্ম। তাঁর অন্যান্য বইগুলো হচ্ছে- আঁধারের জানালাটা খোলা, অপার্থিব, মারিবার হলো তার সাধ, অশুভ প্রহর, অ্যাপার্টমেন্ট, যে ছিল অন্তরালে, বিপন্ন ফিসফাস, নরকবাস, অমানুষ, ভালোবাসা নামের অুসখ, ক্ষয়ে যাওয়া বুকের ভেতর, বিবর ছাড়াও মেজনাজের জীবনে আর একজন আছে, সেই সাপ জ্যান্ত, প্রশ্নবোধক ইত্যাদি।