0
বায়োগ্রাফি : হাসনাত আবদুল হাই ১৯৩৭ সালের মে মাসে কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস সৈয়দাবাদ গ্রাম, উপজেলা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া । তিনি অর্থনীতি বিষয়ে শিক্ষাগ্রহণ করেন ঢাকা, ওয়াশিংটন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে । তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউসে ভিজিটিং ফেলো ছিলেন । তাঁর চাকরিজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সিনিয়র লেকচারার হিসেবে। তিনি ১৯৬৫ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন । বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর তিনি বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে ২০০০ সালে অবসর গ্রহণ করেন । হাসনাত আবদুল হাই ছোটগল্পে অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন । সাহিত্যে অবদানের জন্য তাঁকে ১৯৯৫ সালে রাষ্ট্রীয় একুশে পদক প্রদান করা হয়। ২০২০ সালে তিনি ‘এক্সিম ব্যাংক অন্যদিন-হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার' অর্জন করেন সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য। হাসনাত আবদুল হাই ছোটগল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি এবং নন্দনতত্ত্ব বিষয়ে লিখেছেন। অর্থনীতির ওপর ইংরেজি ও বাংলায় তাঁর একাধিক বই রয়েছে। বাংলা-ইংরেজি মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। লেখক হিসেবে তিনি এখনো সক্রিয়।