মহিউদ্দিন মাসুদ
মহিউদ্দিন মাসুদ
Followers : 10

বায়োগ্রাফি : মহিউদ্দিন মাসুদ । পেশায় একজন রিয়েলটর নেশা লেখালেখি । পৈতৃক ভিটা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার দল্টা গ্রামে । শৈশব-কৈশোর কেটেছে গাছগাছালির অনুপম নৈসর্গিক নকশায় পাখির কলতানে । হেঁটেছিলেন মেঠোপথে শিশির ভেজা ঘাসের বুকে । জীবনটা সমুদ্রের মতো, আর কবি হয়তো সেই সমুদ্রকে আগলে রাখা শান্ত ঢেউ। দিন শেষে স্রোতের সাথে সৈকতের বোঝাপড়া; যেমনটা জীবনের সাথে কবিতার। এই অস্তিত্বের জানান দিতেই দিন শেষে কবিতা নিয়ে পাঠকের কাছে ফেরা, সমুদ্রনহর হয়ে ।

সমুদ্র নহর
৳১৮০ ৳৩০০