ববিতা রায়
ববিতা রায়
জন্ম : 19th September
মৃত্যু :
Followers : 43

বায়োগ্রাফি : জন্ম ২০০১ সালের ১৯ শে সেপ্টেম্বর। তাঁর ছোটোবেলা কেটেছে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার, ছোট্ট একটি গ্রামে। ছোটোবেলা থেকেই তিনি খুব কল্পনাপ্রবণ ছিলেন। তাঁর জীবনের সমস্ত অপ্রাপ্তিগুলো তিনি কল্পনায় এঁকেছেন। তাঁর প্রিয় শখ গল্পের বই পড়া ও রান্না করা। ২০১৯ সালে অনলাইনের মাধ্যমে তিনি প্রথম লেখালিখি শুরু করেন। লিখে যেতে চান আজীবন। বইঘর-এ এটাই তাঁর প্রথম শুরু। শুরুটা তাকে কতদূর নিয়ে যেতে পারে, দেখা যাক।

সংসার
৳৫০