0
বায়োগ্রাফি : তানজিদা আক্তারের জন্ম ১৯৯২ সালের ডিসেম্বরে, জয়পুরহাটে । রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন । বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধীনে ‘উত্তরবঙ্গের লোকমেলা' বিষয়ে পিএইচ. ডি. গবেষণা করছেন। স্কুল–জীবন থেকেই কবিতা ও গল্প লেখায় আগ্রহী হয়ে ওঠেন তানজিদা আক্তার। তাঁর লেখা গল্প ও কবিতা ছাপা হয়েছে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাহিত্যপত্র ও ছোট কাগজে। ‘আকাশটা শুধু পুরোনো হয় না’ তানজিদা আক্তারের প্রথম কাব্যগ্রন্থ। অচিরেই প্রকাশিত হবে তার প্রথম গল্প-সংকলন । তানজিদা আক্তার বর্তমানে তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত