0
বায়োগ্রাফি : জন্ম দিনাজপুরে। শিক্ষক দম্পতি মোঃ ফশিউর রহমান ও আনোয়ারা খাতুনের কনিষ্ঠ সন্তান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর । বর্তমানে একটি রাস্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত আছেন। ছক বাঁধা গতানুগতিক জীবনে লেখালেখির মাঝে আনন্দ খুঁজে পান। প্রকাশিত গল্পগ্রন্থ: • ধোঁয়াটে শহরে অসহায় মানুষ (২০১৯) • যে সূর্যটা রানুর জন্য উঠেছিল (২০২০) • কমলাখেকো তেলাপোকাটা এখনো • চারপাশে ঘুরছেই (2022)